Thursday, September 9, 2010

One@Myself Written Poems




LIFE STAGE*** 

(In past)
I was as soft as wax,
As cold as ice.
I was as free as air,
As light as feather.
I was as fit as adolescence,
As proud as peacock.
I was as busy as bee,
As easy as A.B.C.






(At present)
I'm as bitter as gall,
As black as coal.
I'm as dumb as statue,
As dark as midnight.
I'm as weak as kitten,
As tame as chicken.
I'm as grave as Judge,
As silent as grave.




(In future)
I'll as swift as an arrow,
As hoarse as crow.
I'll as hot as fire,
As loud as thunder.
I'll as sharp as razor,
As fierce as tiger.
I'll as tricky as monkey,
As dare as chimpanzee.
***


FIRST EVE


Name was Seuli;
'Listened by her own voice.
Walking in dusk,
On road five years ago.
'Didn't say, just seen too- loving-eyes,
Wouldn't come back to approach.
To begin a love journey,
Now and then meet with hour in walking.
'Tried too- but didn't say!
Even a day called upon in eve, alone with-
Oh! didn't say however to try.
Eventually “I love you” said to-
Suddenly stand and going from.
'Thing should a danger!
Other hand doesn't matter now-a-day.
After a day at 11am,
A piece of sheet by hand approach to-
Was written “I love you.”
Oh! how feel sweet,
Gazing at everywhere.
At the interval- go back to home,
'Feel pathetic bitterness as Dev dash.


*****


HOPE

At initial thou was amicably,
A point, ad hoc bona fide.
On did; vine, En Ami easily,
Colossal, par excellence and wide.

 
My dear, thou a viva-voice.
Eureka its double entente:
El Dorado vice versus nonage.
By that very accomplished fact; talent.



A priori: I'm exit from face,
At alone, null and void.
Forced by coup De-grace—
Of late,off mine head as a dead.



Quasi get thee Denove;
Terra-incognito, sin die it my hope.


*****


THE UNKNOWN LOVE


Those signs in mind of mine:
It’s initial love of sine.
Don’t say to you, not to other,
I thing see you farther!
Who and what mean thou,
I don’t know that at now.
I have tried to meet!
Don’t know? Have you need?
Although you haven’t for me,
Nothing to know, nor to see.
Though I’ll know you try to try;
Yet sun-set, until I die.



What is unknown love? Discuss be!
Is it unknown love? Will be really?


*****


::জীবন সুন্দর ::


জীবন সুন্দর, আকাশ, বাতাস, পাহাড়, সমুদ্র-সৈকত,
সবুজ বর্নালী ঘেড়া প্রকৃতি কী সুন্দর হায় !
আর সব থেকে সুন্দর এই বেছে থাকা‌-
তবুও কি আজীবন বেছে থাকা যায় ?



আতর ঘড়ের জন্ম, কৈশোরের কিশলয়, যৌবন
গৌরবঃ ভালো বাসা-বাসি, কাছে ডাকা-ডাকি
আর কী সুন্দর বাসর রাত্রের গৃহকোন-
যৌবন অস্তে মিটাইয়া সকল সাধ মনে হয় সব ফাঁকি !



আজিকে যেন আকাশে ধূসর মেঘের ঘনঘটা
বিদয়ের সানাই বাজে, নিয়ে যাওয়ার পালকী এসে দাড়ায় দুয়ারে।
চক্ষু বাতির স্তমিত আলোক রশ্মীছটা,
দীর্ঘশ্বাস নিয়ে সবাইকে যেতে হয় অজানা গন্তবের তরে !



হঠ্যাৎ ডেকে উটে নাম না জানা পাঁখী-
অজান্তে চমকে উটি; জীবন ফুরালো না কি ?

              *****


শোনো

শোনো,
আমার এতকালের অকৃপন ভালোবাসার প্রতি
এটা কেমন ব্যবহার তোমার ?
কেমনে বোঝাই তোমাকে-
তোমার এ ধরনের ব্যবহারে কতটা দূঃখপাই
তুমি তাকি কখোন বুজেছো ? বুঝতেও চাওনা ?



বেশ,
তাহলে দেখা যাক‌-
অবশ্য এটা ঠিক যতটা তুমি দিয়েছো
তার থেকে ঢের বেশী পাওয়া আছে তোমার।



শোনো,
তোমার কর্তব্যেও তুমি ব্যর্থ:
পারোনি আমাকে বিশিষ্ঠদের একজন করতে।
অথচ কত কাজ ছিলো তোমার
আমার দ্বিধা ভীরু পদক্ষেপে সাহস যোগানে,
নিখুঁত ও অব্যর্থ জীবন প্রবাহে এগিয়ে দেওয়া।



শোনো,
তোমার দায়িত্ব ছিলো আমার প্রতি সবাইকে উৎসুক করা,
তোমার অস্পষ্ট, দ্ব্যার্থক হাঁসির মধ্যে প্রায় রাজকীয় বিজ্ঞের মত
আমার হেঁয়ালিভরা মুখে অন্তত একবার তাকা
আমার সম্পর্কে প্রয়োজন মত মিথ্যাচারন, বাগাড়ন্বর
অর্থাৎ বেশী বেশী অতিরঞ্জনের।



শোনো,
তোমার উচিৎ ছিল আমাকে উষ্ণ করে তোলা,
আমাকে তুচ্ছ মনে না করে-
কেন্দ্রীভূত প্রগাঢ় সম্মানের মধ্যে
আমাকে উজ্জল করে তুলে
পত্র-পুস্প, গ্রহ-তারা ভরা এ বিশ্বের রহস্য খোঁজা।



শোনো,
তুমি তোমার বিবেগের সঙ্গে প্রতারনা করেছো,
তোমার কথা রাকোনী, ভুলে গিয়েছো আজ আমায়,
অস্বীকার করেছো সম্পর্ক, অগ্রাহ্য করেছো প্রতিশ্রুতি।
যে জীবন দিয়েছি তাও পরিশোধ হয়নি,
যে চুম্বোন- তাও এখোন উগরে দিতে পারনি
তাছাড়া তোমার উপর যে অকৃপন ভালোবাসা দিয়েছি
তারও আসেনি কোন সন্তান !



তাই শোনো,
কী আর বলব তোমায়-
এখন আমি নত মস্তকে হেটে যাব
হয়তো কিছুক্ষন ‍‍....

       *****


প্রশ্ন


কেন গো এমোন করে খেলিলে তব খেলা মোর সনে এত দিন ধরে ?
কেন তবে সুন্দর রুপে কেঁদে উঠে ছিলে ?
রাঙ্গা অধরের কোনে হেরী মধূহাসি,
পুলক যৌবন কেন উঠেছিলো বিকোশিয়া ?
কেন তবে বাহুডোরে ধরা দিয়েছিলে ?
হয়তোবা চেয়েছিলাম তোমায়-
হায়, যদি এত কিছু ভাবনা ছিলো মনে,
হায়, যদি এত ছলোনা ছিলো মনে !
কেন তবে কাছে ডেকে তব দিলে ফিরে ?
কেনরে কাঁদালি তব এই প্রান ?
কাল তুলে নিয়েছিলে হাতে, আজ দিলে ফেলে-
এরেই মাঝে এত ঘৃনা, এ কাহার জন্য ?


মানব হৃদয় নিয়ে এত অবহেলা-
খেলা যদি, কেন তবে এত মর্মভেদী খেলা !

                 *****



সম্বল



তোমার সেই ভালোবাসা চিরোদিন করি সম্বল
এখানে আকাশ ধোঁয়া, দিগন্ত ছলোছল ।
তোমাকে আজ আর লিখিনা চিটি- বাঁধা রেখে বিনয়
যেন অসম্ভব দামী কিছু সম্পদের প্রাপ্তি নয়ছয় ।
এখোন সামনে আছে ছড়ানো স্মৃতি মূক্তার মত ফুল
বুকের গভীরে তবু ব্যথা বাজে অনন্ত আকুল ।
রিনরিন বেজে যায় কন্ঠ আমার স্বপ্নে উদাসী
কখোন গ্রীবার ভঙ্গি, আরচোখের চাওনি, গল্প, হাঁসি ।
শয়ন স্বপ্নে মনে অকস্মৎ ঝড় তোলে তোমার স্মৃতি
মগ্নরুপে, নগ্নরুপে প্রস্ফুটিত তোমার আকুতি ।
                     জানি সে সব গেছে মুছে-
                     তখন ভাবি আমি এখোন বেছে !
পূর্নিমার চাঁদ ভেসে যায় যখন আকাসে
মনে হয় কে যেন আঁধারে বলে আমাকে শুধু ভালোবাসে ।
                          *****



 আসতে পারো আবার


আসতে পারো আবার।
যদি বা মনে জাগে আসা-
অন্তপ্রেমে,নাহি দিব বাধা।
পীরিত মনের মাঝে কখন বা উঠে
ধিক্কার প্রতি তোমার-
পারিনা দাড়াতে অটুট।
অফুরন্ত প্রেমের গুঞ্জুনে উথলিয়া উঠে এ মন
তোমার প্রাপ্তি যোগে।
তাই তুমি মনে করে
আসতে পারো আবার।




এখোন বাসতে পারো ভালো
যদি বা বাসো।
প্রথম দিনের সাড়া আলো আবার আমি দিব।
এখোন বাড়াইনি পা নিঠুর পথে।
রক্তবাহে প্রবাহ চলে-
শ্যাওলা জমেনি মোর জীবন জলাশয়।
জীবনের ছেড়া ছেড়া সমায়ের বাকে
এখোন রোদের ঝিলিক মারে।
তাই তুমি মনে করে
আসতে পারো আবার।


*****
অণুগল্প
 প্রেমাঙ্গীনি
          সেই বিভীষিকার কাল পেরিয়ে আমি এখন চলেছি দিল্লী গামি ট্রেনে। পেয়ে হারাবার যন্ত্রনা প্রেম-সজ্জিত হৃদয়টাকে যেন কুরেকুরে খাচ্ছে। হিংস্র রেল-সাইরেন বুকের মধ্যে অব্যক্ত বেদনার জন্ম দিচ্ছে। রঙ্গীন অতীত সেই মহাশূন্যতার মাঝে উদয় হয়ে বিয়োগ ব্যথাকে উসকে দিচ্ছে।


          পরিচয়ের অব্যবহিত পারথেকে তাকে আমি প্রেমাঙ্গীনি নামে ভাবতে শুরু কারি। তার বুকভরা ভালোবাসা আমার হৃদয় সাগরে লহরী তুলতো বলেই হয়তো এমোন নাম করন। একদিন সেই নিকাত প্রেম তরঙ্গই আমাদের অন্তরাঙ্গী করেছিলো। আর সেই তার কিছু দিনির মধ্যেই “আন্দামদনে মধূচন্দ্রীমা”। তার পরের ঘটনা আর আমি ভাবতে পারিনি। শুধু অস্ফুটে বলে উঠি “সব সেষ হয়েগেছে, সব সেষ”।


          যে প্রেমাঙ্গে চরে সৌভাগের একাধিক রাত পেরিয়ে এলো, সেই প্রেমাঙ্গাতেই মোরে ছিটকে দিলো নির্জন নিঃসঙ্গ পৃথীবিতে। কেন যে তার হৃদয় বল্লভা মোর জীবন নাট্যের শুরুতেই প্রস্থান করল ? বিধাতার কষাঘাত কি শুধু আমার জন্যই অপেক্ষে করেছিলো ? এ প্রশ্নের উত্তর আমার কখোন মেলেনাই। তবে ভাবি নাম করনের মূঢ়তাই হয়তোবা আমার এই দুর্ভাগের কারন।

                       *****